চট্টগ্রাম: জালিযাতির অভিযোগে এক ভাইয়ের দায়ের করা মামলায় অপর দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (২ জুলাই) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দে এর আদালত এই আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই ভাই হলেন, নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী আচার্য্য পাড়া ঈশান মহজান রোড এলাকার মৃত সতীশ চন্দ্র দে এর ছেলে ননী গোপাল দে (৫৬) ও সজল চন্দ্র দে (৪২)।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ৬ এপ্রিল পিতার স্বাক্ষর জাল-জালিয়াতি করার অভিযোগে ননী গোপাল দে ও সজল চন্দ্র দে এর বিরুদ্ধে আদালতে মামলা করেন তাদের ভাই তপন কুমার দে।
মামলার বাদী তপন কুমার দে এর আইনজীবী অ্যাডভোকেট মোশরেছ উল আজম বাংলানিউজকে বলেন, পিতার স্বাক্ষর জাল করে জালিয়াতির আশ্রয় নেওয়ায় এক ভাইয়ের মামলায় অপর দুই ভাইয়ের বিরুদ্ধে গত ২৬ জুন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। রোববার (আজ) আদালতে হাজির হয়ে দুই ভাই জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
এমআই/পিডি/টিসি