ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিষ প্রয়োগে মাছ ও হাঁস নিধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
বিষ প্রয়োগে মাছ ও হাঁস নিধন ...

চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানাধীন বড় বাড়ি সংলগ্ন এসএস ডেইরি ফার্মে দুষ্কৃতকারীদের বিষ প্রয়োগে মাছ ও হাঁসের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে চান্দগাঁও থানায় অভিযোগ দিয়েছেন ফার্মের স্বত্বাধিকারী টুটুল নাথ।

অভিযোগে তিনি বলেন, গত ২৮ জুন ভোরে গরুর ফার্মে গিয়ে দেখা যায়-ফার্মের হাউজে চাষ করা মাছ এবং দুটি হাঁস মরে ভেসে উঠেছে। প্রতিবেশি কেউ শত্রুতাবশত এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন তিনি।

ফার্মের এমডি দিলীপ নাথ অভিযোগ করে বলেন, ভোরে ফার্মে গিয়ে দেখা যায়, গেইটের তালা অর্ধেক কাটা এবং পাশে থাকা কুয়ায় চাষ করা মাছ ও হাঁসগুলো মৃত অবস্থায় ভাসছে।  

চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম ও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।