চট্টগ্রাম: খাতুনগঞ্জে মরিচের গুঁড়ায় মানবদেহের জন্য ক্ষতিকর মেশানোর দায়ে সিলগালা করা একটি মসলার মিল মালিক থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে অভিযান চালিয়ে খাতুনগঞ্জের আলম ক্রাসিং মিল মালিককে এই জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।
আনিছুর রহমান বাংলানিউজকে বলেন, খাতুনগঞ্জে মরিচের গুঁড়ার ক্ষতিকর রং মেশানোর দায়ে গত ২০ জুন একটি মিল সিলগালা করা হয়। পরে আজকে সে মিল মালিক থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া নগরের বক্সিরবিট কাঁচা বাজারে মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার জরিমানা করা হয়। পরবর্তীতে কোতোয়ালী থানা এলাকার দুটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ১৪ হাজার জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
বিই/পিডি/টিসি