চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় লাইসেন্সবিহীন কারখানা পরিচালনা ও প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার(৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকার ফাইসন ফুড ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান বাংলানিউজকে বলেন, প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করার দায়ে এই জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
ভোক্তাদের অধিকার সংরক্ষণে পণ্য উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্য বিধি মোতাবেক পণ্য প্রক্রিয়াজাতকরণে ও নিরাপদ খাদ্য উৎপাদন করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
অভিযানে লোহাগাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
বিই/পিডি/টিসি