চট্টগ্রাম: অবশেষে হাটহাজারী উপজেলার সেই মনাই ত্রিপুরা পল্লীর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম।
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত ওই বিদ্যালয়ে পুনরায় শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ী শিক্ষক নিয়োগ দিয়ে সেটি পরিচালনা করছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
শনিবার (৮ জুলাই) নতুন অস্থায়ী শিক্ষক নিয়োগের পর থেকে পাঠদান শুরু হয় ওই বিদ্যালয়ে।
হাটহাজারী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে পার্শ্ববর্তী গ্রাম থেকে বিদ্যালয়টিতে একজন অস্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
২০১৯ সালে ত্রিপুরাপল্লীর শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় বিদ্যালয়টি চালু করা হয়। কিন্তু করোনার পর দীর্ঘদিন বেতন না হওয়ায় চলতি বছরের জানুয়ারিতে চাকরি ছেড়ে দেন একমাত্র শিক্ষিকা দিপন বালা ত্রিপুরা। ফলে ছয় মাস ধরে বন্ধ ছিল বিদ্যালয়টি।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
বিই/টিসি