ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নদী ভরাট করে অবৈধ স্থাপনা, গুঁড়িয়ে দিলো জেলা প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
নদী ভরাট করে অবৈধ স্থাপনা, গুঁড়িয়ে দিলো জেলা প্রশাসন ...

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকায় নদী ভরাট করে গড়ে তোলা আইএমএস গ্রুপের একটি প্রতিষ্ঠানের ২৫ শতক জায়গার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পীযূষ কুমার চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

তিনি বাংলানিউজকে বলেন, নদী দখল করে কেউ যাতে স্থাপনা নির্মাণ করতে না পারে সেজন্য চট্টগ্রামের জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। কর্ণফুলী নদীকে দূষণমুক্ত রাখার অংশ হিসেবে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।

রাতের মধ্যেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। দখলদারদের হাত থেকে কর্ণফুলী নদীকে বাঁচাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।