ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে’ বলায় খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
‘পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে’ বলায় খুন প্রতীকী ছবি

চট্টগ্রাম: বাঁশখালীতে ‘পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে’ বলায় আজিজুল হক নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় নুরুল আজিজ শিকদার নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১১ জুলাই) সকালে উপজেলার গণ্ডামারা বাজারে এ ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘নিহত বৃদ্ধ (আজিজুল) বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন।

পাশ দিয়ে নুরুল গান গেয়ে হেঁটে যাওয়ার সময় আজিজ তার উদ্দেশে বলেন, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল কোথা থেকে এসেছে। এ কথায় ক্ষিপ্ত হয়ে চায়ের দোকান থেকে ছুরি নিয়ে আজিজুলের বুকের বাম পাশে নুরুল ছুরিকাঘাত করে।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ আজিজকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।