চট্টগ্রাম: লোহাগাড়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে মো. সাইফুল ইসলাম (৩২) নামে এক ছেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৃদ্ধা মা চেমন নাহার (৭০)।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে লোহাগাড়া থানায় এ সাধারণ ডায়রি দায়ের করেন চেমন নাহার।
জানা যায়, গত ২১ জুন মায়ের কাছ থেকে টাকা দাবি করে ছেলে সাইফুল ইসলাম। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে মাকে অকথ্য ভাষায় গালমন্দ ও শারীরিক নির্যাতন করে ছেলে। এই ঘটনায় গত ২২ জুন মা বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ছেলে গ্রেফতারও হয়। গত ৬ জুলাই জামিনে বের হয়ে ফের মা, তার বোন ও বোন জামাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণে মেরে ফেলাসহ নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন এক বৃদ্ধা মা। এ ব্যাপারে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
বিই/পিডি/টিসি