ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু   ...

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন।

 

রোববার (১৬ জুলাই) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর খবর জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে শনিবারও আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয় ডেঙ্গু জ্বরে।

মৃত্যুবরণকারীরা হলেন- আব্দুল মান্নান (৪৫) ও মো. আলমগীর (৩০)। এদের মধ্যে আব্দুল মান্নান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এবং মো. আলমগীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে মারা যান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আব্দুল মান্নান চমেক হাসপাতালে গত ১৪ জুলাই ভর্তি হন। ১৫ জুলাই তিনি মারা যান। আব্দুল মান্নান পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার বাসিন্দা।

অন্যদিকে মো. আলমগীর ১৫ জুলাই ভর্তি হন বেসরকারি পার্কভিউ হাসপাতালে। তিনিও পটিয়া উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৭৪ জন ভর্তি হয়েছে। এছাড়া দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৮০৭ জন।  

ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।