চট্টগ্রাম: রোটারি, রোটারেক্ট, ইন্টারেক্ট ও অন্যান্য রোটারি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহায়তা ও সৌহার্দ বৃদ্ধির মাধ্যমে ডিস্ট্রিক্ট ও ক্লাব পর্যায়ে নেতৃত্ব বিকাশের সুযোগ শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের রোটাবর্ষের প্রথম সভা এ আহ্বান জানানো হয়।
ক্লাবের নবনির্বাচিত সভাপতি নাসিমা আখতারের সভাপতিত্বে ও ক্লাবের অতীত সুপারস্টার প্রেসিডেন্ট, বর্তমান কমিউনিটি সার্ভিস ডিরেক্টর পিপি হাসিনা আক্তার লিপি ও পিপি রাকিবুল ইসলাম দম্পতির বাসভবনে রোববার (১৬ জুলাই) এ সভা অনুষ্ঠিত হয়।
অতিথি ছিলেন ব্যবসায়ী কেএম সাদুল্লা চিশতী, মিল্লাত আরা বেগম, রোটারি ক্লাব অব চিটাগাং সাউথের প্রেসিডেন্ট রোটারিয়ান ফরহাদ হোসেন, রোটারি ক্লাব অব চিটাগাং সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মো. শরিফুর রহমান, রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আজিজুল ইসলাম, অধ্যাপক আশুতোষ ভৌমিক ও ব্যাংকার ফয়সাল চৌধুরী প্রমুখ।
কোরআন তেলাওয়াত করেন রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্টের প্রেসিডেন্ট ফুয়াদ সাওম। ইনভোকেশান পাঠ করান ক্লাব ট্রেজারার মোহাম্মদ শহীদ উল্লাহ।
সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান পিপি রাকিবুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এআর/পিডি/টিসি