চট্টগ্রাম: কোনো অবস্থাতেই সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
সোমবার (১৭ জুলাই) রাউজান সরকারি কলেজ মাঠে এবিএম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে ৫ লাখ ফলের চারা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যেকোনো সমস্যার সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই। ডায়লগ হতেই পারে।
তারপরও উনারা যদি বলে- আমরা নির্বাচনে আসব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন ক্ষমতায়। তারপরও যদি বলে, অমুক এসপিকে সরাতে হবে, অমুক ডিসিকে সরাতে হবে সে দলীয় বা আওয়ামী পন্থী। সেগুলো আলোচনা করে কিছুটা সমাধান করা যাবে। এর বাইরে কিচ্ছু করার নেই।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডিসিদের অনেকেরই তিন বছর হয়ে গেছে, দুই বছর হয়ে গেছে। নির্বাচন আসছে। কাজেই আমরা সরিয়ে নতুনদের দিচ্ছি। এটা যোগ্যতার ভিত্তিতে দিতে হয়। কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি ইন্টারভিও বোর্ড হয়। অনেক প্রক্রিয়া। সবাই ডিসি, এসপি হতে পারে না। এর জন্য নিয়ম কানুন মেনে চলতে হয়।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এক প্রশ্নের উত্তরে বলেন, বিএনপি যেটা চাইছে গোলপোস্ট থাকবে, গোলকিপার থাকবে না। বিচার মানি তালগাছটা ওদের। ওরা ২০০১ সালে কী করেছে রাউজানবাসী সাক্ষী আছে। ওদের কথা হচ্ছে ওদের ধরে নিয়ে কেউ সিংহাসনে বসিয়ে দিক। আমি তো বহুদিন ধরে বলছি, একটা মানুষের নাম বলুক যে দেশ কে পরিচালনা করবে। তারা শান্তিতে দেশ চলুক এটা চায় না। রাউজানে সাড়ে তিনশ মানুষ মার্ডার হয়েছে। কই আওয়ামী লীগ আমলে তো একটা মার্ডারও হচ্ছে না। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন হচ্ছে। তারা অগ্নিসংযোগ করবে, ভাঙচুর করবে, লুটপাট করবে। এগুলোর সাক্ষী আমার চেয়ে বেশি কেউ জানবে না। আমাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে একের পর এক মামলা দিয়েছে। এখানে জ্ঞানজ্যোতি ভিক্ষুকে হত্যা করেছিল।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এআর/পিডি/টিসি