চট্টগ্রাম: মেরিন সিটি নার্সিং কলেজ চট্টগ্রামের উদ্যোগে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) দুপুরে বায়েজিদ বোস্তামি পূর্ব নাসিরাবাদ চন্দ্রনগরের কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ সময় আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশের স্বাস্থ্য খাতকে সর্বাধুনিক ও উন্নত করার লক্ষ্যে সরকার চিকিৎসা সেবায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। দেশে দক্ষ চিকিৎসক প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি দক্ষ নার্স তৈরির উদ্যোগও বাস্তবায়িত হচ্ছে।
মেরিন সিটি নার্সিং কলেজের অধ্যক্ষ রাধু মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেরিন সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মনিরুজ্জামান, উপদেষ্টা ও পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, অধ্যক্ষ অধ্যাপক সুযত পাল, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) যুগ্ম সম্পাদক ডা. রবিউল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমআর/পিডি/টিসি