ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গণতন্ত্র আজ নির্বাসনে: শামীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
গণতন্ত্র আজ নির্বাসনে: শামীম ...

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। এক দফা ঘোষণা করা হয়েছে।

যেকোনো মূল্যে এক দফার আন্দোলন সফল করতে হবে। আগামী ১৯ জুলাই চট্টগ্রামের পদযাত্রায় সকল স্তরের নেতাকর্মীদেরকে অংশ নিতে হবে।
 

সোমবার (১৭ জুলাই) বিকেলে নগরের দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আগামী বুধবার (১৯ জুলাই) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে দক্ষিণ জেলা বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শামীম বণেন, দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হওয়ার সুযোগ, জনগণের ভোট দেওয়ার অধিকার, সাংবাদিকদের লেখার অধিকার কোথাও নেই। গণতন্ত্র আজ নির্বাসনে। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার এই আন্দোলনে সবাইকে জেগে উঠতে হবে। একদফার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরে যেতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।  

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, আবদুল গাফ্ফার চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী ও ভিপি মোজাম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।