চট্টগ্রাম: চন্দনাইশের দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. লোকমান হাকিম। তিনি পেয়েছেন ১৯ হাজার ১০৮ ভোট।
সোমবার (১৭ জুলাই) উপজেলার ভিডিও কনফারেন্স রুমে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর হলেন যারা:
১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল আজিজ (পাঞ্জাবী), ২নম্বর ওয়ার্ডে শাহআলম (ব্ল্যাক বোর্ড), ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাাহঙ্গীর আলম (উটপাখি), ৪নম্বর ওয়ার্ডে পহর উদ্দীন (পাঞ্জাবী), ৫নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইদ্রিছ (টেবিল ল্যাম্প), ৬নম্বর ওয়ার্ডে মোঃ মহি উদ্দীন (ডালিম), ৭নম্বর ওয়ার্ডে মো. আলমগীর (গাজর), ৮নম্বর ওয়ার্ডে চিত্র রঞ্জন বিশ্বাস (উটপাখি), ৯নম্বর ওয়ার্ডে মো. নাজিম উদ্দীন মাস্টার (টেবিল ল্যাম্প)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নম্বর ওয়ার্ডে মোছাম্মৎ আয়েশা আকতার (আনারস), ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে মমতাজ বেগম (চশমা), ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা রাজু (চশমা)।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৪টি কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
এমআর/পিডি/টিসি