চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে রাশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাশিয়ান অন দ্য গো নামক সংস্থার সহযোগিতায় আয়োজিত সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
ইন্টারন্যাশনাল এফেযারস এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এ এফ এম আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর মোহাম্মদ ইফতেখার উদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ছরওয়ার আলম।
সেমিনারে মুখ্য আলোচক রাশিয়ার জীবন পদ্ধতি ও সংস্কৃতি তুলে ধরারপাশাপাশি রাশিয়ার সনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ সহ এবং কম খরচে পড়ালেখা করার সুযোগের বিষয় তুলে ধরেন । বিশেষত আইআইইউসির ছাত্র ছাত্রীদের ক্রেডিট ট্রান্সফার, শিক্ষকদের পিএইচডি , অফ ক্যাম্পাস পিএইচ ডি সহ নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন।
প্রধান অতিথি প্রফেসর আনোয়রুল আজিম আরিফ বলেন, রাশিয়া বাংলাদেশের পরিক্ষিত বন্ধু। রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো। আমরা চাই রাশিয়ান বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে আমাদের ছাত্র শিক্ষকদের জন্য উচ্চ শিক্ষার নতুন দিগন্ত বিস্তৃত করে দিতে। আজকের সেমিনার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ডঃ কাজী দীন মুহাম্মদ বলেন আইআইইউসি শিক্ষার্থীদের জন্য বিশ্সের বিভিন্ন দেশের সেরা বিশ্ববিদ্যালয় সমূহে উচ্চতর ডিগ্রি নিযে দেশের সেবা করার সুযোগ করে দেয়। স্কলারশিপ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের দেশের বাইরে পাঠানো হয় জা আইআইইউসি কে ব্যতিক্রমী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছে।
পরে রাশিয়ান অন দ্য গো এর প্রতিনিধিদল আইআইইউসি ভাইস চ্যানসেলর এর সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশ সময়: ২০২২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
পিডি/টিসি