ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে জব ফেয়ার বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
সিআইইউতে জব ফেয়ার বৃহস্পতিবার

চট্টগ্রাম: নতুনদের কর্মক্ষেত্রে ঢোকার সুযোগ সৃষ্টি করে দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) বৃহস্পতিবার (২০ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপি জব ফেয়ার বা চাকরি মেলা।  

‘সিআইইউ জব ফেয়ার-২০২৩’ শিরোনামে নগরের জামাল খান ক্যাম্পাসে ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্লেসমেন্ট কাউন্সিলিং অফিস এই ফেয়ারের আয়োজন করেছে।

 

মেলার উদ্বোধন করবেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এতে আগত চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের স্টগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন। পাশাপাশি পছন্দের চাকরি পেতে সিভিও জমা দিতে পারবেন। অনুষ্ঠানে আরও থাকছে ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার। এতে দেশের বিভিন্ন কর্পোরেট ব্যক্তিত্বরা জব মার্কেট কিংবা চাকরির বাজারে নিজেকে গড়ে তোলার নানান ধাপ ও কৌশলগুলো নিয়ে বিস্তারিত তুলে ধরবেন।  

মেলায় নগদ, রবি, বাংলাদেশ কমার্স ব্যাংক, আবুল খায়ের গ্রুপ, বিএসআরএম, কনফিডেন্স সিমেন্ট, সিপিডিএল, জিপিএইচ ইস্পাত, লংকা বাংলা সিকিউরিটিজ, এমজিএইচ, পিটুপি, রেনকন এফসিসহ দেশের খ্যাতনামা একাধিক প্রতিষ্ঠান মেধাবী ও আত্মবিশ্বাসীদের খুঁজে বের করতে অংশ নিচ্ছে।  

সিআইইউ জব ফেয়ার এর আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ  মনজুর কাদের বলেন, অনলাইনের মাধ্যমে আমরা রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছিলাম তরুণদের। তাতেই অনেক সাড়া পড়েছে। আশা করছি চাকরি প্রত্যাশীরা নিজেদের পছন্দের জব খুঁজে নিতে মেলায় ভিড় করবেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।