চট্টগ্রাম: রথযাত্রার উৎসবে এসে সবাই দেখলো মহাকালের রথ অচল, নড়ছে না কিছুতেই। রাজ্যশুদ্ধ লোকের দুশ্চিন্তার সীমা নেই।
এটাই হচ্ছে ‘রথযাত্রা’ নাটকের মূল উপজীব্য। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তির্যক নাট্যদলের নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রথযাত্রা’ পরিবেশিত হবে শুক্রবার (২১ জুলাই)। সন্ধ্যে ছয়টায় ও সন্ধ্যে সাড়ে সাতটায় পরপর ২টি মঞ্চায়ন হবে।
তির্যক নাট্যদলের ২৬তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ‘রথযাত্রা’ নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯১ সালের ৭ আগস্ট চট্টগ্রামের মুসলিম হলে। তির্যক ‘রথযাত্রা‘ নাটকটি বিভিন্ন সময়ে ১৭৬টি প্রদর্শনী সম্পন্ন করেছে।
অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন: অমিত চক্রবর্তী, ফারজানা ইসলাম টিনা, রিপন কুমার বড়ুয়া, সাইদুর রহমান চৌধুরী, বিভোর সা’দ অপূর্ব, অর্পিতা চৌধুরী রুপা, শহিদুল ইসলাম রিয়াদ, অজয় ত্রিপুরা, দুলাল কান্তি চৌধুরী, মোহাম্মদ ওয়াসিম, হৃদয় দেব, উম্মে সালমা চৌধুরী ফাহিয়া, প্রমি ভট্টাচার্য, নাফিসা তাসনিম মম, রিয়া চক্রবর্তী অমি ও শাহাদাত হোসেন সুমন।
নাটকের অগ্রীম টিকিট টিআাইসি হল কাউন্টারে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এআর/পিডি/টিসি