ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির হামলায় আ.লীগের কর্মীসহ ১৯ জন আহত: মহিউদ্দিন বাচ্চু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
বিএনপির হামলায় আ.লীগের কর্মীসহ ১৯ জন আহত: মহিউদ্দিন বাচ্চু ...

চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বিএনপির কর্মীদের হামলায় আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও নিরাপত্তা কর্মীসহ ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু। এছাড়াও প্রাইভেট কার, নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা ট্রাক ও ১০টি মোটরসাইকেলসহ মোট ১৪টি গাড়ি ভাঙচুরের অভিযোগ করেন তিনি।

বুধবার (১৯ জুলাই) রাত আটটার দিকে নগরের ওয়াসার মোড়ে প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদ জানাই।

কোনও পাল্টা কর্মসূচি পালন করা হয়নি। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ বন্ধুদের আহ্বান জানাই, আপনাদের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করেন।

নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, বিএনপির নেতা-কর্মীরা আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। দেশের শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী সাহেব পদযাত্রা নিয়ে যাওয়ার সময় আমাদের নির্বাচন অফিস আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। আমাদের নিরাপত্তা প্রহরীরা দেখেছে। আমাদের ভিডিও ফুটেজও আছে। আমীর খসরু মাহমুদের নির্দেশে আমাদের কার্যালয়ে হামলা করা হয়েছে। চট্টগ্রামে ৫০ বছরের ইতিহাসে কোনোদিন আওয়ামী লীগ পরাজিত হয়নি। আমাদের ওপর হামলা নিরবে সহ্য করবো, সেটা ভাবা আপনাদের ভুল।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩ 
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।