চট্টগ্রাম: দেশের খ্যাতনামা ২৩টি বড় প্রতিষ্ঠান নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হল ক্যারিয়ার বিষয়ক দিনব্যাপি আয়োজন ‘সিআইইউ জব ফেয়ার-২০২৩’।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে নগরের জামাল খান ক্যাম্পাসে সিআইইউর ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্লেসমেন্ট কাউন্সিলিং অফিস এই ফেয়ারের আয়োজন করে।
সকালে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। এই সময় তিনি বলেন, চাকরির বাজারে নিজের যোগ্যতা প্রমাণের জন্য চাই দক্ষতা অর্জন।
এতে বক্তব্য দেন জব ফেয়ার ২০২৩ এর আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, বিজনেস স্কুলের অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ এবং ফেয়ারের সদস্য সচিব ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্লেসমেন্ট কাউন্সিলিং অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সরকার কামরুল মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইইউর তিন ডিন- অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ড. শাহ আহমেদ ও সহকারি ডিন নাজনীন আক্তার। অংশ নেন বিভিন্ন ব্যাংক, কর্পোরেট অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ সিআইইউর শিক্ষক ও কর্মকর্তারা।
আয়োজকরা জানান, সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এই জব ফেয়ার। এতে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের পদচারণায় মুখর হয়ে উঠে সিআইইউ ক্যাম্পাস। তারা এই সময় ফেয়ারে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলগুলো ঘুরে দেখেন। পছন্দের জব পেতে সেখানে সিভিও জমা দেন।
বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় আহমেদ বলেন, মেলায় এসে ভীষণ ভালো লাগলো। এটি আমাদের ক্যারিয়ার গড়ার জন্য একটি বড় সুযোগ। এক ছাদের নিচে এতগুলো প্রতিষ্ঠানকে একসাথে পেয়ে যাব ভাবতেই পারিনি।
মেলায় অংশ নেওয়া নগদের হেড অব চিটাগং কর্পোরেট রাজিব বিশ্বাস বলেন, জব ফেয়ার কেবল নিছক কোনো প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরার জন্য নয়। এখানে চাকরি প্রত্যাশীদের সঙ্গে আমাদের সংযোগ ঘটে। তারা কোন ধরণের চাকরিতে বেশি আগ্রহী সেসব জানা যায়।
অনুষ্ঠানে আরও ছিল ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ ও সেমিনার। এতে বিভিন্ন সেশনে জব মার্কেটের নানা আদ্যোপান্ত নিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছে বক্তব্য তুলে ধরেন তরুণদের প্রিয় ব্যাক্তিত্ব আহমেদ জীবরান, তানভীর শাহরিয়ার রিমন এবং মনজুরুল হক। পুরো আয়োজনটির সমন্বয় করেন ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড প্লেসমেন্ট কাউন্সিলিং অফিসের কর্মকর্তা মাহমুদ বিন মোহাম্মদ।
সিআইইউ জব ফেয়ার ২০২৩ এর আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের এবারের চাকরি মেলা বহু তরুণ-তরুণীকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে বলে জানান।
জব ফেয়ারের সদস্য সচিব সরকার কামরুল মামুন আগামিতে আরও বড় পরিসরে এই ধরণের আয়োজন করা হবে বলে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
পিডি/টিসি