চট্টগ্রাম: দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল আলম (৭০) গ্রেফতার করেছে র্যাব-৭।
বুধবার (১৯ জুলাই) নগরের ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হলেও বৃহস্পতিবার (২০ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে জানায় র্যাব।
র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন, ১৯৮৯ সালে ফটিকছড়ি থানার ফতেহবাদ এলাকায় বাড়ির সামনে রাস্তা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আসামি মো. নুরুল আলম একজনের ঘাড়ে রামদার কোপ দেয়।
তিনি আরও বলেন, এ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নুরুল আলমকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নগরের ডবলমুরিং থানার বেপারীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে দীর্ঘ ২০ বছর নানা পরিচয়ে আত্মগোপনে ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
বিই/পিডি/টিসি