ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘কিশোর অপরাধী’ বহনকারী বাসে কাভার্ডভ্যানের ধাক্কা: আহত ৭

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
‘কিশোর অপরাধী’ বহনকারী বাসে কাভার্ডভ্যানের ধাক্কা: আহত ৭ ...

চট্টগ্রাম: ২৩ জন কিশোর অপরাধীকে বাসে গাজীপুর নেওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় অন্তত ৭ জন আহত হয়েছেন।  

সোমবার (২৪ জুলাই) বেলা দেড়টার দিকে বার আউলিয়া হাইওয়ে পুলিশের অধীন ভাটিয়ারি লিংক রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

 

 বার আউলিয়া থানা হাইওয়ে পুলিশের ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, ২৩ জন কিশোর অপরাধীকে মারছা বাসে গাজীপুর নিয়ে যাচ্ছিল পুলিশ। ভাটিয়ারি লিংক রোডের মাথায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে বাসটিকে সজোরে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান।

এ সময় বাসের সামনের কাচ ভেঙে যায়। চালক, সহকারী, পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের কাউকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাউকে আবার হাসপাতালে পাঠানো হয়েছে।  

তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ডভ্যাট আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

লাদেশ সময়:১৬৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।