ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের ...

চট্টগ্রাম: ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে।  শাহ আলম নামের ওই রোগীর বয়স ৪৫ বছর।

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৩৭ জন।  ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে সোমবারও ডেঙ্গুতে ২ জন মারা যায়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে শাহ আলম গত ৬ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন। সোমবার (১৪ আগস্ট) তিনি মারা যান।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৫৯ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ২০৪ জন।  

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।