ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শোক দিবসে লালখান বাজারে দোয়া ও মিলাদ মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩
শোক দিবসে লালখান বাজারে দোয়া ও মিলাদ মাহফিল ...

চট্টগ্রাম: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু'র ব্যবস্থাপনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৫ আগস্ট) নগরের লালখান বাজার মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নইম উদ্দিন আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শেখ মো. ইসহাক, লায়ন মো. হোসেন, আবু তাহের, সৈয়দ আমিনুল হক, প্রফেসর নিছার উদ্দিন মনজু, বেলাল উদ্দিন, নুরুল আমিন, অধ্যক্ষ আসলাম হোসেন, মমিনুল হক, রেজাউল করিম কায়ছার, আতিকুর রহমান, সৈয়দ জাকারিয়া, সিদ্দিক আহমদ, আবুল কাশেম, সিরাজুল ইসলাম, আবদুল্লাহ আল ইব্রাহিম, রেজোয়ান আহমেদ, কায়ছার মালিক, লায়ন শওকত আলী, দিলদার খান দিলু, নাজমুল হক ডিউক, এরশাদ উল্লাহ, নাজিম উদ্দিন মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৪৫ঘণ্টা, আগস্ট ১৫, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।