ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এক রশিতেই ঝুলছিল মা-মেয়ের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এক রশিতেই ঝুলছিল মা-মেয়ের মরদেহ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের ইপিজেডে এলাকার একটি বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইপিজেড থানাধীন ব্যাংক কলোনির শাহ আলম কন্ট্রাক্টরের ভবনের বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- শাহনাজ আক্তার (৩৩) এবং ৪ বছরের মেয়ে সাবেকুন্নাহার ইভা। নিহতের স্বামী শাহজাহান ইপিজেডে একটি পোশাক কারাখানায় কর্মরত।

ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দে বাংলানিউজকে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বাসার ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ পাওয়া যায়। একই রশিতে ঝুলছিল তাদের মরদেহ। সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে সন্তানসহ ওই নারী আত্মহত্যা করেছে।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।