ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই হোটেলকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, দুই হোটেলকে জরিমানা  ...

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় নগরের কোর্ট বিল্ডিং সংলগ্ন সোনালি হোটেলকে ১০ হাজার ও জিইসি মোড়ের প্যাভেলিয়ন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন।

 

তিনি বাংলানিউজকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় চট্টগ্রাম নগরের দুই হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় ও জনসচেতনতায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।