ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর, হাসপাতালে ভর্তি ১৩৮ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেল শিশুর, হাসপাতালে ভর্তি ১৩৮  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।  ডেঙ্গু আক্রান্ত ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে।

 শিশুটি গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। ১১ সেপ্টেম্বর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।
এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রমের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

২০২৩ সালে এখন পর্যন্ত মোট ৭ হাজার ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে পাওয়া যায় ১ হাজার ৪৩৬ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ৯ জন।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।