চট্টগ্রাম: ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশু মারা গেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৪ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালে এখন পর্যন্ত মোট ৭ হাজার ২২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বরে পাওয়া যায় ১ হাজার ৪৩৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছে ৯ জন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এমআর/টিসি