ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল: আমিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল: আমিন ...

চট্টগ্রাম: আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, বিগত সাড়ে ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাঁর ডায়নামিক নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছেন বলেই বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। এই ধারা অব্যাহত রেখে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারও নৌকায় ভোট দিতে হবে।

 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল মত বিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমানের ভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন মুজাহিদ বিন কায়সার, জসিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান এইচ এম হানিফ, এস এম আজিজ, জায়েদ বিন কাশেম, তোফাজ্জল হোসেন তুহিন, জয়নাল আবেদীন, আবু বক্কর, হোসেন সওদাগর, শ্যামল দত্ত, হোসনে আরা, আব্দুর রহিম, আরাফাত প্রমুখ।  

তিনি আরও বলেন, বিপন্ন ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া শেখ হাসিনাই বিশ্ব মানবতার প্রতীক। তাঁর বাংলাদেশে কখনো মানবাধিকার লঙ্ঘিত হতে পারে না। যারা ইনডেমনিটি দিয়েছিল, দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে দেশজুড়ে বোমা হামলা চালিয়েছিল, এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল, দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল, লুটপাট তন্ত্র কায়েম করেছিল তারা এখন বিদেশি প্রভুদের সহায়তায় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।  

এ সময় তিনি আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।