চট্টগ্রাম: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন। খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ- স্মার্ট চট্টগ্রাম’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামকে প্রথমে স্মার্ট জেলায় প্রতিষ্ঠিত করতে হবে। দেশের প্রতিটি নাগরিক প্রযুক্তি ব্যবহারে হবে দক্ষ ও উপযোগী এবং হবে প্রযুক্তিবান্ধব।
নগরের নুর আহমদ সড়কের টিসিজেএ মিলনায়তনে এসোসিয়েশন সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, দৈনিক এই বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ওয়াহিদ জামান।
সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু'র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সহ সাধারণ সম্পাদক বাবুন পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মো. জহিরুল ইসলাম, বাসু দেব, মো. সাইফুল ইসলাম, সনজীব দে বাবু, হাসান উল্ল্যাহ, মো. পারভেজ রহমান, এনামুল হক, নাছিরুল আলম, মোহাম্মদ আলী আকবর, সুমন গোস্বামী, অমিত দাশ, রবিউল হোসেন টিপু, মো. আবু জাহেদ, মোহাম্মদ আলমগীর, আহাদুল ইসলাম বাবু, মো. আশরাফুল আলম চৌধুরী, সৈয়দ আসাদুজ্জামান লিমন, মো. শাহরিয়ার নাজিম, মো. সেলিম উল্ল্যাহ, মোহাম্মদ সাখাওয়াত হোসেন টিপু, নাজিম উদ্দিন, জেরম গোমেজ রনি, মোহাম্মদ মনসুর, মো. নাজিম উদ্দীন।
বাংলাদেশ সময়: ১৭৪০ |ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
পিডি/টিসি