চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিক মোশাররফ শাহ এর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। সেইসঙ্গে এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, রোববার সকালে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ ওপর ন্যাক্কারজনক হামলা চালায় ছাত্রলীগের কতিপয় উচ্ছৃংখল কর্মী। হামলায় গুরুতর আহত মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা লক্ষ্য করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগেও বিভিন্ন সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্থ হচ্ছে এবং সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের নির্লিপ্ততায় হামলাকারীরা বার বার পার পেয়ে যাচ্ছে এবং পুনরায় সাংবাদিকদের ওপর হামলার ঔদ্ধত্য দেখাচ্ছে।
বিবৃতিতে সিইউজে নেতারা হামলাকারীদের ত চিহ্নিত করে তাঁদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
পিডি/টিসি