চট্টগ্রাম: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সারা বিশ্বে বন্ধুহীন একঘরে হয়ে গেছে। কারণ তাদের কেউ বন্ধুর তালিকায় রাখতে চায়না।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নগরীর পাহাড়তলী সাগরিকা স্কয়ারের সামনের পাহাড়তলী থানা বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, দেশের জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পূনরুদ্ধার করার জন্য সরকারের পদত্যাগের একদফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। বিএনপি বিজয়ের মুখোমুখি আর আওয়ামীলীগ পরাজয়ের দ্বারপ্রান্তে। কোন ষড়যন্ত্র ও চক্রান্ত করে ক্ষমতা প্রলম্বিত করার কোন সুযোগ আওয়ামীলীগ পাবে না। জনগণকে সঙ্গে নিয়ে তাঁদের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
পাহাড়তলী থানা বিএনপি’র সভাপতি হাজী বাবুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
পুলিশ প্রশাসনকে সরকারের আজ্ঞাবহ না হয়ে জনগণের চোখের ভাষা বোঝার চেষ্টা করার অনুরোধ জানিয়ে মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, সরকারের অবৈধ আদেশ নির্দেশ মেনে আপনাদের কোন লাভ হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার পতনের এক দফা আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে। চট্টগ্রাম অভিমুখে আগামী ৫ অক্টোবরের রোড মার্চ কর্মসূচীতে গণজাগরণ সৃষ্টি হবে। চট্টগ্রামবাসী রোড মার্চে অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে সর্বাত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, মহানগর বিএনপি নেতা শামসুল আলম, এস.কে খোদা তোতন, এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, আহমেদুল আলম রাসেল, গাজী সিরাজ উল্লাহ, হাজী নবাব খাঁন, পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া, হালিশহর থানা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, পাঁচলাইশ থানা বিএনপি’র সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহিলা দলের সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এমআর/টিসি