চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) স্প্রিং ২০২৪ সেমিস্টারের স্কুল অব ল অনুষদের প্রথম ধাপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ অক্টোবর) সকালে নগরের জামালখানের সিআইইউ ক্যাম্পাসে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এই পরীক্ষা।
এর আগে সকালে চট্টগ্রামের বিভিন্ন কলেজ থেকে পাস করা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সিআইইউ ক্যাম্পাসের সামনে অবস্থান করতে শুরু করেন। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকরাও।
সকালে পরীক্ষা শুরুর পর হল ঘুরে দেখেন সিআইইউর আইন অনুষদের ডিন, শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ডিন নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক আকতারুল আলম চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ইকরামুল করিম নামে একজন অভিভাবক বলেন, ছেলের ইচ্ছে আইন পেশায় নিজের ক্যারিয়ার গড়ার। সময়টাই এখন আইন নিয়ে বিশ্বকে পাল্টে দেওয়ার। তাই এখানে সে ভর্তি ফরম নিয়েছিল। এ ছাড়া ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ দেখে খুব ভালো লেগেছে।
বাংলাদেশ সময়|: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৩
বিই/পিডি/টিসি