চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার ইয়াবা উদ্ধারের মামলায় একজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আলতাজ মিয়া প্রকাশ পুতিয়া কক্সবাজার জেলার চকরিয়া থানার খুটাখালী এলাকার পূর্ব দরগাহ পাড়ার মৃত মমতাজ আহম্মদের ছেলে।
মঙ্গলবার (৩ অক্টোবর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২১ নভেম্বর নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় আলমাস সিএনজি ফিলিং স্টেশনের সামনে পুলিশের চেকপোস্টের বিপরীতে দ্রুত পায়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহ হলে পুলিশ আলতাজ মিয়াকে আটক করে।
মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বাংলানিউজকে বলেন, ছয়জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আলতাজ মিয়াকে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আলতাজ মিয়া জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলা পরিচালনায় পিপিকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু ঈসা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এমআই/টিসি