চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক শিশু মারা গেছে ।
বুধবার (৪ অক্টোবর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪৬ জন নতুন রোগী নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে সর্বশেষ সেপ্টেম্বরে পাওয়া যায় ৩ হাজার ৮৯২ জন।
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যুর খবর দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
নূর হাসিনা নামে ৪ বছরের শিশুটি গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়। ৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এক্সপান্ডেট ডেঙ্গু সিনড্রমে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চলতি বছর এখন পর্যন্ত ৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন ২১ জন এবং চলতি অক্টোবরের প্রথম চার দিনে মারা গেছেন দুই জন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
এমআর/পিডি/টিসি