চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৯ জন। এনিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩১ জন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১০৯ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ৮৬ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী।
এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩১০ জন। এ ছাড়া এ বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৬ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা যান ২১ জন। চলতি অক্টোবরে মারা গেছেন আরও ২ জন।
ডেঙ্গু নিয়ে সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৩
এমআর/পিডি/টিসি