চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার ১১ বছর আগে হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ১৭৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ অক্টোবর) অতিরিক্ত সপ্তম চট্টগ্রাম মহানগর দায়রা জজ শামসুল আরেফিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম ও যুগ্ম আহবায়ক এসকে খোদাসহ বিএনপির নেতাকর্মীরা রয়েছেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শাহেদুল আজম শাকিল বাংলানিউজকে বলেন, কোতোয়ালী থানার ৩৬(৫)২০১২, জিআর মামলা নম্বর ৫৫২/২০১২ এবং দায়রা মামলা নম্বর ৩৩৫৪/২০১৯ এর চার্জ গঠনের দিন মঙ্গলবার ধার্য ছিল।
আদালত সূত্রে জানা যায়, নগরের কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় ২০১২ সালের ১৩ মে পুলিশের কাজে বাধা দেওয়াসহ সড়কে নাশকতা এবং মো. জিসান নামের এক যুবক নিহত হন। এই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ মামলা করে। পরে তদন্ত শেষে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন ও হত্যার অভিযোগে পৃথক তিনটি অভিযোগপত্র দেওয়া হয়।
বাংলাদেশ সময়:২২৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এমআই/টিসি