ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জঙ্গলে পথ হারানো ৩ পর্যটক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
জঙ্গলে পথ হারানো ৩ পর্যটক উদ্ধার

চট্টগ্রাম: সীতাকুণ্ডের জঙ্গলে পথ হারানো তিন পর্যটককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  

শুক্রবার (১৩ অক্টোবর) জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

 

উদ্ধার তিন পর্যটক হলেন, জামাল উদ্দিন (৩৪), সঞ্জয় বণিক (৩৫) ও আলাউদ্দিন (৩৬)। তিনজনেই সোনালী ব্যাংকের নোয়াখালী শাখার কর্মকর্তা।

শুক্রবার দুপুরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক ঘুরতে আসেন তারা। পরে পার্কের ভেতরের গহিন জঙ্গলে পথ হারিয়ে আটকা পড়েন।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম জানান, তিন পর্যটক আজ (শুক্রবার) দুপুরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক ঘুরতে আসেন। তাঁরা পার্কের ভেতরের জঙ্গলে হঠাৎ পথ হারিয়ে ফেলেন। তাঁরা গহিন জঙ্গলে পথ হারানোর বিষয়টি জানানোর পাশাপাশি তাদের উদ্ধারে সহায়তা চেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করেন।  

তিনি আরও বলেন, বিষয়টি জানার পর পথ হারানো পর্যটকদের উদ্ধারে ইকোপার্কে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা টানা এক ঘন্টা ইকোপার্কের পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।  

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, পর্যটকেরা ঝরনা দেখতে যাওয়ার সময় পথ হারিয়ে ইকোপার্কের গহিন জঙ্গলে ঢুকে পড়েন। টানা এক ঘন্টা গহিন জঙ্গলে অভিযান চালিয়ে আটকে পড়া তিন পর্যটককে উদ্ধার করা হয়। উদ্ধার তিন পর্যটক তাদের গন্তব্যে ফিরে গেছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।