চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন স্বদেশ অর্জন করেছি। স্বাধীনভাবে স্ব-স্ব ধর্ম পালন, সমমর্যাদা-সমঅধিকার বাংলাদেশের সংবিধান স্বীকৃত।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা তথা চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবী পক্ষের শুভ সূচনা মহালয়া উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ এসব কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সহ-সভাপতি বিপুল কান্তি দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা করেন বিশেষ অতিথি- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, বুলবুল মহারাজ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, জাতীয় পরিষদ সদস্য অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ বোয়ালখালী উপজেলার সভাপতি জনাব নুরুল আমিন, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান, চেয়ারম্যান কাজল কান্তি দে, জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষান, সহ-সভাপতি কাউন্সিলর সুনীল ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, যুগ্ম-সাধারণ সম্পাদক কল্লোল সেন, দীপক তালুকদার, রুনু ভট্টাচার্য্য, নবজিত চৌধুরী রাণা, অজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, চন্দন মজুমদার, শম্ভুনাথ সরকার, প্রচার সম্পাদক দেবরাজ শীল, সহ-গ্রন্থনা সম্পাদক অমিতাভ দাশ, অপু কুমার বৈদ্য, অমিত লালা, উজ্জ্বল শুক্ল দাশ, বাবলি ঘোষ, বিপ্লব দাশ বাবু, রূপন দাশ, রূপন মহাজন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-পটিয়া উপজেলার সভাপতি রূপক শীল, সাধারণ সম্পাদক রাজীব দাশগুপ্ত ছোটন প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌরসভার সভাপতি তাপস কান্তি দে, রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি শৈবাল চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিউটন সরকার, সাতকানিয়া উপজেলা শাখার আহবায়ক আশুতোষ চক্রবর্ত্তী, সদস্য ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি রাজীব চক্রবর্তী, সহ-সভাপতি সঞ্জয় ভঞ্জ, সাধারণ সম্পাদক বিশু রাম বসু, বোয়ালখালী পৌরসভার সভাপতি ও সধারণ সম্পাদক সাজিব চৌধুরী (সাজু), অনিক চৌধুরী বাসু, শ্রী উত্তম ধর (বাপন), রাজ মহাজন, জয়রাজ শীল প্রমুখ।
শনিবার বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ের মেধস আশ্রমে সকাল ৮টা থেকে চণ্ডী পাঠ ও পুজো, পুষ্পাঞ্জলি প্রদান, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও শান্তিমন্ত্রে মাধ্যমে দেবীপক্ষের শুভ উদ্বোধন ও মহালয়াভিত্তিক আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হয়। চণ্ডী থেকে পাঠ করেন নিউটন নাথ ও তার দল।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এআর/টিসি