চট্টগ্রাম: কর্ণফুলিতে অস্বাস্থ্যকর পরিবেশে মুরগি ও মাছের খাদ্য উৎপাদন করায় হাক্কানী কর্পোরেশেন নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চরপাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বাংলানিউজকে বলেন, সংশ্লিষ্ট বিভাগের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও রাসায়ানিক দ্রব্য দিয়ে তৈরি হচ্ছে হাঁস, মুরগি ও মাছের খাদ্য। অনুমোদনহীন এ কারখানার ভেতর নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ আর চারদিকে ঘুরছে ইঁদুর, তেলাপোকা।
তিনি আরও বলেন, অভিযানে তাদেরকে সর্তক করা হয়েছে। সেই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যদি তারা পুনরায় এ কাজ করে তাহলে কারখানায় বন্ধ করে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
বিই/পিডি/টিসি