চট্টগ্রাম: মাছের খাবার এবং পোল্ট্রি ফিডের সঙ্গে ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য মেশানোর অপরাধে দুই পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও র্যাব-৭ এর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে চাক্তাইয়ে এ অভিযান পরিচালনা করা হয়
অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, পোল্ট্রি ও ফিশ ফিড উৎপাদনকারী দুই প্রতিষ্ঠান ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য উৎপাদন করছিল।
এ ক্রোমিয়াম যুক্ত মৎস্য ও পশুখাদ্য মানবদেহে প্রবেশ করলে ক্যান্সারসহ নানাবিধ জটিল রোগ হতে পারে। অভিযান চালিয়ে মেসার্স আদিত্য ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক আশু দাসকে ২ লাখ টাকা এবং নূর এন্টারপ্রাইজ নামে অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মো. নূর আবছারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি মেসার্স আদিত্য ট্রেডার্সের ১৫০ বস্তা ক্রোমিয়াম এবং মেসার্স নূর এন্টারপ্রাইজের ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয় এবং পাউডারগুলো জব্দ ধ্বংস করা হয়।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমআর/পিডি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।