চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, ৭৫ এর ১৫ই আগস্ট বিশ্ববাসীকে অবাক করে দিয়ে ইতিহাসের নির্মম ও বর্বরোচিত হত্যাকান্ড সংঘটিত করেছে।
ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এ.এন.এম ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. হযরত আলী মিয়া, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. এস.এম শোয়েভ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহেদ বিন রহিম. ইংরেজী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজিম উদ্দিন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসির সিলমী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এমআর/টিসি