চট্টগ্রাম: ১০ বছর আগের জাল নোট উদ্ধারের পর বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় দুজনকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
রোববার (২২ অক্টোবর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, জাল নোট রাখার দায়ে আসামি বাবুল আক্তার ও জসিম উদ্দীনকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২৫ জুন নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ উত্তর পাশে গোলচত্বরের সামনে থেকে বাবুল আক্তার ও জসিম উদ্দীনকে গ্রেফতার করা হয়। বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সিগারেটের প্যাকেট থেকে সাতটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০১৩ সালের ৭ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এমআই/টিসি