চট্টগ্রাম: সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ একাংশ) নির্বাচনী এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বিভিন্ন পূজামণ্ডপে উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন।
রোববার (২২ অক্টোবর) রাতে হাটহাজারী উপজেলার ও চট্টগ্রাম সিটি করপোরেশনের পাহাড়তলীর বিভিন্ন পূজামণ্ডপে তাঁর পক্ষে উপহার পৌঁছে দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট-কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারা।
উপহার পৌঁছানো পূজামণ্ডপগুলো হলো- হাটহাজারীর ফটিকা নবায়ন সংঘ, উদয়ন সংঘ, পুণ্ডরীক ধাম, যতীন্দ্র পোস্টমাস্টার বাড়ি, পশ্চিম নাথ পাড়া, বারইপাড়া চৌধুরী বাড়ি, পশ্চিম দেওয়ান নগর, রাজ চন্দ্র চৌধুরী বাড়ি, পশ্চিম দেওয়ান নগর, ফতেপুর যুব সংঘ, চৌধুরীহাট, চিকনদন্ডী, দক্ষিণ চারিয়া যুব সংঘ, চারিয়া, মির্জাপুর জ্যোতিরাজ গীতা সংঘ, কামিনী মহাজন বাড়ি, শ্রীশ্রী দক্ষিণা কালী মন্দির সেবা সংঘ, মুহুরী পাড়া পূজা উদযাপন পরিষদ, হাটহাজারী, কুলগাঁও এবং বায়েজিদ বোস্তামির কয়েকটি পূজামণ্ডপ।
উপহার পৌঁছে দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট-কেন্দ্রীয় সংসদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহন দে, চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব অপু চৌধুরী আকাশ, চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি উজ্জ্বল দত্ত, চট্টগ্রাম মহানগর শাখার ঝুলন গোস্বামী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট নেতা নিমাই শর্মা, শিমুল দাশ, অপি, নিরঞ্জন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৩
এমআই/এসি/টিসি