ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি সিইউজের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি সিইউজের

চট্টগ্রাম: ঢাকায় রাজনৈতিক দলের সমাবেশে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানান সাংবাদিক নেতারা।

 

সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল খানের সভাপতিত্বে বক্তব্য দেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিইউজের সাবেক সভাপতি এম নাসিরুল হক ও মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সাবেক সহ-সভাপতি ওমর কায়সার, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের নির্বাহী সদস্য আজহার মাহমুদ প্রমুখ।

সাংবাদিক নেতারা বলেন, ঢাকায় নয়াপল্টনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে যেভাবে তাদের লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালানো হয়েছে তাতে মনে হয়েছে তাদের সব ক্ষোভ সাংবাদিকদের ওপর এবং পরিকল্পিতভাবেই তারা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

এ ধরনের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।  

নেতারা ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণেরও দাবি জানান।

সিইউজের যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরওয়ার কামাল, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, দৈনিক পূর্বকোণ ইউনিট চিফ মিহরাজ রায়হান, দৈনিক পূর্বদেশ ইউনিট চিফ জীবক বড়ুয়া, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ইউনিট চিফ স ম ইব্রাহিম, প্রতিনিধি ইউনিট চিফ সরওয়ারুল আলম সোহেল, টিভি ইউনিট চিফ তৌহিদুল আলম ও ডেপুটি ইউনিট চিফ দীপঙ্কর দাশ।  

সমাবেশে অংশ নেন সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ইফতেখারুল ইসলাম ও ফারুক তাহের, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু,  সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, নির্বাহী সদস্য আইয়ুব আলী, সিইউজের সদস্য দেবপ্রসাদ দাশ, জামালুদ্দীন ইউসুফ, আবসার মাহফুজ, সহিদুল ইসলাম সহিদ, সাইদুল আজাদ, হেলাল সিকদার, সুবল বড়ুয়া, প্রীতম দাশ, কাজী মনজুরুল ইসলাম, সৌরভ দাশ, আহসান হাবিবুল আলম, ফরিদ উদ্দিন, বিশ্বজিৎ পাল, অনুজ দেব, চম্পক চক্রবর্তী, নুর মোহাম্মদ রুবেল, রুমন ভট্টাচার্য, আবুল হোসাইন মো. কাউসার, জমির উদ্দিন, আকমাল হোসেন, মিনহাজুল ইসলাম, ইমরান এমি, শফিকুল ইসলাম, বাচ্চু বড়ুয়া, জিগারুল ইসলাম, এম হাবিব রেজা, সৈয়দ তাম্মিম মাহমুদ, মির্জা ইমতিয়াজ শহীদ শাওন, রিমন সাখাওয়াত, সুজাউদ্দিন তালুকদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।