চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় পূজামণ্ডপে পটকা বাজির আগুনে দগ্ধ হয়ে আহত রুদ্র বণিক অভি (১৪) মারা গেছে।
রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
অভি উপজেলার কোদালা ইউনিয়নের বণিক পাড়ার রুপন বণিকের ছেলে। সে চট্টগ্রাম নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র।
স্বজন দিগন্ত ধর জানান, দুর্গাপূজার অষ্টমীর দিন ২২ অক্টোবর রাতে কোদালা বণিকপাড়া দুর্গামণ্ডপে ঢুকে এক যুবক বাজি ফুটাতে থাকে। এসময় আগুনের ফুলকি এসে পড়ে অভি ও তার কাকা সুজয় ধর এর শরীরে। আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চমেক হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে ২৩ অক্টোবর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অভি মারা যায়। আহত সুজয় ধর (১৭) চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এসি/টিসি