চট্টগ্রাম: তিন মাস ধরে ১২ বছরের শিশু অংকুর অজানা রোগে আক্রান্ত। অনেক পরীক্ষা-নিরিক্ষার পরও এখনো রোগ শনাক্ত করতে পারেননি চিকিৎসকরা।
কক্সবাজারের বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা নিয়েও অবস্থার উন্নতি হয়নি। পরে উপায়ন্তর না দেখে বাবা সাংবাদিক বলরাম দাশ অনুপম উন্নত চিকিৎসার জন্য ১৩ সেপ্টেম্বর অংকুরকে ভর্তি করান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
সাংবাদিক বলরাম দাশ অনুপম বাংলানিউজকে বলেন, চমেক হাসপাতালে ভর্তি থাকার পর চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা করে শিশু অংকুরের কিডনিতে পানি জমেছে বলে শনাক্ত করেন। সেখানে চিকিৎসা ছেলেকে বাড়ি নিয়ে যায়। এর মাত্র দুইদিন পর আবারও অসুস্থ হয়ে পড়ে সে।
তিনি আরও বলেন, আমার ছেলে আজ তিন মাস ধরে অসুস্থ। চিকিৎসার জন্য নিজের সর্বস্ব দিয়েছি। এখ্নো জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা ধারণা করছেন ব্রেইনে ইনফেকশন হয়েছে। সেরে উঠতে সময় লাগবে। আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। সেজন্য সবার কাছে সহযোগিতা চাই।
যোগাযোগের জন্য একটি নম্বর (০১৮১৮২০৫৭৬৩) দিয়েছেন সাংবাদিক বলরাম দাশ। এই নম্বরে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
পিডি/টিসি