ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের পণ্য পরিবহন ও সাপ্লাই চেইন ঠিক রাখা হবে: জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
চট্টগ্রামের পণ্য পরিবহন ও সাপ্লাই চেইন ঠিক রাখা হবে: জেলা প্রশাসক ...

চট্টগ্রাম: হরতাল-অবরোধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহন স্বাভাবিক রাখার জন্য বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সঙ্গে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সবাই মতামত পেশ করেছেন।

যেকোনো মূল্যে চট্টগ্রামের পণ্য পরিবহন ও সাপ্লাই চেইন ঠিক রাখা হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাতুনগঞ্জ ও বন্দর কেন্দ্রিক ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাপ্লাই চেইন ঠিক রাখতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যের কয়েকটি টিম কাল থেকে টহল শুরু করেছে।  

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। চট্টগ্রামের প্রতিটি মোড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো মূল্যে গাড়ি চালানোর কথা বলেছেন বাস পরিবহন মালিক সমিতির নেতারা।  

সভায় দূরপাল্লার যাত্রী পরিবহনে গাড়ি ছাড়ার আগে যাত্রীদের ভিডিও ধারণের নির্দেশনা দেওয়া হয়। কোনো জায়গায় জড়ো হওয়া লোক দেখলে তাৎক্ষণিক কন্ট্রোল রুম অথবা ৯৯৯ নম্বরে অবহিত করার অনুরোধ জানানো হয়। চট্টগ্রাম জেলার সব উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের জরুরি ভিত্তিক আইনশৃঙ্খলা সভা করা নির্দেশনা দেওয়া হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিরা জনগণের সম্পদ রক্ষায় মাঠে থাকার কথা জানিয়েছেন। তারা বলছেন, কোনো দুর্বৃত্তকে দেশের সম্পদ নষ্ট করতে দেওয়া হবে না। যারা এ অপকর্ম করার চেষ্টা করবে তাদের আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেব।  

সভায় ব্যবসায়িক সংগঠনের নেতা, পুলিশের প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, র‌্যাব প্রতিনিধি, সরকারি সংস্থা, আনসার প্রতিনিধি, বাস মালিক সংগঠনের নেতা, জনপ্রতিনিধিরা ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।