চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার কর কার্যালয়গুলোতে বর্ণিল আয়োজনে শুরু হয়েছে আয়কর তথ্যসেবা মাস। উৎসবমুখর পরিবেশে করদাতারা রিটার্ন দাখিল করছেন।
বুধবার (১ নভেম্বর) সকাল ১১টায় কর অঞ্চল ১ এর কমিশনার শাহাদাৎ হোসেন শিকদার ফিতা কেটে, বেলুন উড়িয়ে আয়কর তথ্যসেবা মাসের উদ্বোধন করেন।
তিনি বলেন, সম্মানিত করদাতাদের সেবা দিতে আমরা প্রস্তুত।
এ সময় কর অঞ্চল ২ এর কমিশনার ড. শামসুল আরেফিন, কর অঞ্চল ৩ এর কমিশনার ইখতিয়ার উদ্দিন মো. মামুন, কর অঞ্চল ৪ এর কমিশনার ছাবিনা ইয়াসমিন, কর আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
নতুন আইনে রিটার্ন দাখিলের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস, হেল্প ডেস্ক, রূপালী ব্যাংক লিমিটেডের অটোমেটেড চালান বুথসহ বিভিন্ন সেবা রয়েছে এক ছাদের নিচে। ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর বিষয়ক তথ্য ও সেবা পাবেন করদাতারা।
চট্টগ্রামের চারটি কর অঞ্চলে প্রথম দিন মোট রিটার্ন দাখিল হয়েছে ২৫০২টি। মোট রাজস্বের পরিমাণ টাকা ৬৭ লাখ ১৪ হাজার ৩৪৪ টাকা।
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এআর/এসি/টিসি