চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বিতীয় পুনর্মিলনী ও বিভাগের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী শুক্রবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
বুধবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বিষয়টি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সম্মানিত অতিথি উপস্থিত থাকবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামী।
অনুষ্ঠানের দিন র্যালীর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।
মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, আগামী শুক্রবারের অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসব কাজ করছে। আশাকরি সুন্দরভাবে দিনটি শেষ করতে পারবো।
পূনর্মিলনী ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, এ আয়োজনে অংশ নিতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এছাড়া বর্তমান শিক্ষার্থীরাও বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বর্ণাঢ্য এ আয়োজনে অংশগ্রহণ করতে আগ্রহী।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এমএ/পিডি/টিসি