চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, যারা ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে তারা ইসরাইলের ফিলিস্তিনী নারী ও শিশু হত্যাকাণ্ডের কোনো প্রতিবাদ করেনি। এ দেশের মাননীয় প্রধানমন্ত্রী পরাশক্তিকে ভয় পান না।
বাংলাদেশ মানবাধিকার ফোরামের মিলাদুন্নবী (দ.) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) নগরের কালামিয়া বাজারের একটি কনভেনশন হলে বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে ১৬তম আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল জিএম মাহাবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাহফিলে উদ্বোধক ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আকতার উদ্দিন রানা, বিশেষ অতিথি পিডিবির ডিপোটি ডিরেক্টর আলতাফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আবদুল্লাহ বাহার, বিএমএফ সহ-সভাপতি লোকমান মিয়া, মো. ইউচুপ রানা, মো. আনোয়ার আলম, মো. ইলিয়াছ ও রাজীব দে মিল্টন প্রমুখ।
মাহফিলে আলোচক ছিলেন হাটহাজারী মোহাম্মদীয়া মহিলা আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জানে আলম নেজামী, বিশেষ আলোচক হিসাবে তকরির পেশ করেন বায়েজিদ, রউফাবাদ রশিদিয়া সিনিয়র মাদ্রসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শফিউল হক আশরাফী।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
পিডি/টিসি