চট্টগ্রাম: বঙ্গবন্ধু টানেলে কার রেসিং এর ঘটনায় কর্ণফুলী থানায় সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) রাতে এ মামলা করেন বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষের সহকারী ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।
গাড়িগুলো হলো- চট্টমেট্রো-গ-১২-৯০৪৩, চট্টমেট্রো-ঘ-১১-৫৭০২, ঢাকামেট্রো-খ-১১-৮৯৩৫, ঢাকামেট্রো-খ-১২-১৮১৪, চট্টমেট্রো-গ-১৩-৩৫৭৩, চট্টমেট্রো-গ-১৪-২২৫৪ ও ঢাকামেট্রো-ভ-১১-০২১৭। মামলায় আরও ২-৩টি প্রাইভেট কারের চালক ও তাদের সহযোগীদের আসামি করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) টানেলে রেসিং করা ব্যক্তিরা ‘দ্য স্লো কিডস’ নামে একটি পিইজে রেসের ভিডিওটি আপলোড করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, বুধবার রাতে সাতটি গাড়ির চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসি/টিসি